মোবাইলে দিয়ে টাকা ইনকামের কথা আমরা অনেকেই শুনে এসেছি। আসলে এটি কতটুকু সত্য? আসলেই কি মোবাইল ফোন দিয়ে ঘরে বসে টাকা ইনকাম করা যায়? আজকে আমরা জানব মোবাইল ফোন দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়, কোনটা সঠিক পথ এবং কোন কোন সাইটে কাজ পাওয়া যায়।
বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে চাকরির পাশাপাশি যদি একটা কিছু ইনকাম করা না যায় তাহলে সংসার চালানোই মুশকিল, সঞ্চয় তো অনেক দূরের কথা। আমি আজকে আপনাদের ৪ টি কাজের কথা বলবো যেগুলো করে আপনি আপনার হাতে থাকে মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
মোবাইল দিয়ে টাকা ইনকাম
আপনার কাছে যদি একটি এন্ডয়েট মোবাইল থাকে তাহলে আপনি কিছু সময় পরিশ্রম করে দিনে ৫০০-১০০০ টাকা ইনকাম করতে পারবেন। সেটার জন্য আপনার বাইরে কোথাও যেতে হবেনা৷ শুধু মাত্র প্রয়োজন ইন্টারনেট কানেকশন তাহলেই আপনি চাকরি বা ঘরের কাজের পাশাপাশি ইনকাম করতে পারবেন।
প্রথমেই আপনার প্রয়োজন মিনিমাম 2 GB RAM এর একটি মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশন। এই দুটির পাশাপাশি কাজ করার জন্য ২-৩ ঘন্টা সময়ও হাতে থাকতে হবে তানাহলে কাজ করতে পারবেন না৷
মোবাইল দিয়ে কি কি কাজ করা যায়?
মোবাইল ফোন এর মাধ্যমে আপনি বেশ কয়েকটি কাজ করতে পারবেন যার মাধ্যমে প্রতিদিন ৫০০-১০০০ টাকা ইনকাম করা যাবে৷ সেগুলো হলো:
১৷ মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায়।
২। ব্লগ লিখে টাকা ইনকাম করা যায়।
৩। মেগাবাইট রির্চাজ করে টাকা ইনকাম করা যায়।
৪। সোসাল মিডিয়া থেকে টাকা ইনকাম করা যায়।
ওপরের কয়েকটি ছাড়াও আরো বেশ কিছু ভাবে ইনকাম করা যায়। তবে মনে রাখবেন এড দেখে টাকা ইনকাম বা গেম খেলে টাকা ইনকাম করার কথা মাথায় থাকলে সেটা এখুনি ঝেড়ে ফেলুন। হয়তো কিছু টাকা সেভাবেও ইনকাম করতে পারবেন কিন্তু তার চেয়ে বেশি খরচ হয়ে যাবে।
মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম:
আমি সাধারণ পরামর্শ দেই ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ গুলো করার জন্য। তবে আপনি যদি কম্পিউটার এই মুহুর্তে কিনতে না পারেন তবে আপনি মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। যেমন: Social Media Management, Data Entry, Canva Design, Capcut Video Editing ইত্যাদি।
Fiverr এবং Upwork নামে খুব জনপ্রিয় ২ টি মার্কেটপ্লেস আছে যেখানে এই কাজ গুলো পাওয়া যায়। আপনাকে সেখানে কাজ পেতে হলে নিজের নামে একটি একাউন্ট তৈরি করতে হবে। আপনি যদি YouTube এ সার্চ করেন “ কিভাবে ফাইভারে একাউন্ট তৈরি করব” তাহলে আপনি এই রিলেটেড ভিডিও পাবেন। আর আপনি যদি চান আমি নিজে ভিডিও তৈরি করে দেখায় তাহলে কমেন্টে জানাবেন।
ব্লগ পোস্ট লিখে টাকা ইনকাম :
ব্লগ পোস্ট লিখে টাকা ইনকাম করা অরেকটি মাধ্যম। আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে সেই বিষয়ে লিখালিখি করে আপনি খুব ভালো মানের আয় রোজকার করতে পারবেন। হতে পারে সেটা নিজের ওয়েবসাইটে লিখে বা অন্য কারো ওয়েবসাইটে লিখে। এছাড়াও Fiverr Upwork এ Content Writing Job ও অনেক আছে। সেখানে কাজ করেও ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব।
মনে করেন আপনার ইসলাম শিক্ষার ওপর খুব ভালো একটা ধারণা আছে। তাহলে আপনি সেটার ওপর লিখালিখি করে টাকা ইনকাম করতে পারবেন। শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা।
মেগাবাইট বিক্রি করে টাকা ইনকাম :
অনেকেই দেখি মেবাইল সিমের অফার বিক্রি করে কিছু টাকা ইনকাম করে থাকে। সেটার জন্য নিজের নামে একটা এজেন্ট একাউন্ট তৈরি করে সেখান থেকেই ইনকাম করা সম্ভব। বিস্তারিত জানতে YouTube এ সার্চ করতে পারেন “ সিমের অফার বিক্রি করে টাকা ইনকাম” লিখে। আশাকরি বিস্তারিত খুব ভালো ভাবে জানতে পারবেন৷
এই মাধ্যমে খুব বেশি টাকা ইনকাম করা না গেলেও খুব সহজেই যে কেউ এই কাজ টি করতে পারে। আর এইটার জন্য খুব বেশি সময় ও লাগাবেন। তবে আমি পরামর্শ দেই যে ভালো কোনো একটা দক্ষতা অর্জন করে সেটা নিয়ে কাজ করার জন্য। এতে করে ইনকাম ও হয় বেশি আবার অনেক দিন ধরে কাজ টা করা যায় ।
সোসাল মিডিয়া থেকে টাকা ইনকাম :
ফেসবুক, ইউটিউবে Shorts Video পাবলিশ করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। সেটার জন্য আপনাকে একটা কেটাগটি সিলেক্ট করে তার ওপর ট্রেন্ডিং ভিডিও খুঁজে বের করতে হবে৷ এরপর সেটাকে আপনার মতো করে ইডিট করে পাবলিশ করবেন। একটা নিদিষ্ট পরিমাণ ফলোয়ার ও ওয়াচটাইম হলে তারপর টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে ইনস্টাগ্রাম থিম পেজ নামে একটা ইনকামের উপায় বের হয়েছে, সেটার মাদ্ধমে টাকা ইনকাম করা যায় তবে সেটার জন্য আপনাকে বিষয় টা আগে ভালো ভাবে জানতে হবে। আপনি চাইলে ইউটুবে সার্চ করে ভিডিও দেখতে পারেন, আশাকরি ১-২ দিনে কাজ টা একবারে ভালো ভাবে শিখে যেতে পারবেন। আহামরি কঠিন কিছুনা।
পরিশেষে:
রিজিকের মালিক আল্লাহ। আপনার যেখানে রিজিক লেখা আছে আপনি সেখানে সফল হবেন। সেটার মাদ্ধমেই আপনার রিজিক আসবে। তবে চেষ্টা করতে হবে। আপনি যদি ওপরের বিষয় গুলোর মদ্ধো কোনো একটা নিয়ে কাজ শিখে কাজ শুরু করেন তাহলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে খুব দ্রুত ইনশাআল্লাহ। পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করতে পারেনা কন্টাক্ট পেজ থেকে ।
ওপরে কয়েকটি ছাড়াও আরো অনেক উপায়ে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়৷ পরে অন্য কোনো পোস্ট সেটা নিয়ে লিখবো। কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। লিখার জন্য ধন্যবাদ কমেন্ট দিতে পারেন, হা হা হা। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো পোস্টে। আল্লাহ হাফেজ।