ফাইবারে কাজ পাচ্ছেন না? জেনে নিন ফাইবার গিগ রিসার্চ ও খুটিনাটি

ফাইবার ( Fiverr) বর্তমানে খুব জনপ্রিয় একটি মার্কেটপ্লেস হয়ে উঠেছে৷ এইতো কিছু বছর আগে ২০১৮-১৯ সাথে যখন আমি কাজ শুরু করি তখনো কম্পিটিশন খুব একটা বেশি ছিলোনা৷ বর্তমানে প্রতিটি ক্যাটাগরিতে ব্যাপক কম্পিটিশন৷ আজকের পোস্টে আমি আপনাদের জানাবো কিভাবে ফাইবার গিগ রিসার্চ করবেন,  কিভাবে ফাইবার গিগ SEO Optimization করবেন এবং কিভাবে ফাইবার গিগ মার্কেটিং করে খুব দ্রুত কাজ পাবেন৷ 

২০২০ সালের করোনা আক্রমণের পর থেকে সব কিছু একটু বেশিই অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে।  যদিও ২০২০ সাল কে Freelancer এর স্বর্নযুগ বলা হয়ে থাকে।  বতমানে Freelancer এর সংখ্যা এত বেশি হয়েগেছে যে কাজ শেখার চেয়ে কাজ পাওয়ার কষ্টের ব্যাপার।  আমি আজকে আপনাদের কিছু Hidden Tips দিব যেটার মাধ্যমে আপনি খুব দ্রুত কাজ পাওয়ার আশা করতে পারবেন৷ চলুন শুরু করি৷ 

ফাইবার গিগ রিসার্চ

ফাইবারে সাকসেস হতে হলে গিগ রিসার্চ ভালো ভাবে জানাটা অপরিহার্য।  আপনি অনেক ভালো কাজ জানেন কিন্তু কাজটা কার প্রয়োজন সেটা যদি না জানেন তাহলে আপনার কাজ জেনে তেমন কোনো উপকার নেই৷  যেহেতু অপনি ফাইবারের সাথে পরিচিত তাই ফাইবার গিগ কি?  সেটা আমি আর নতুন করে বলতে গেলাম না৷  আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন৷ 

ফাইবার গিগ রিসার্চ করতে হলে সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে Google Chrome এ নতুন একটা ইউজার তৈরি করে ( Add People) সেখানে Fiverr Quick View Extension এড করে নেওয়া, এতে করে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে।  Extension add করা হয়ে গেলে Fiverr.com এ গিয়ে আপনি যেই  সার্ভিস দিবেন বা যেটার ওপর গিগ তৈরি করবেন সেটা লিখে সার্চ করবেন৷ 

fiverr quick view extension
Image source: fiverr quick view extension

সার্চ করার পর আপনার কাছে কিছু গিগ আসবে যেগুলো গিগ ফাইবারের ফাস্ট পেজে আছে। যেহেতু আপনি ফাইবার কুইক ভিউ এক্সটেনশন এড করেছেন তাই আপনি খুব সহজেই দেখতে পাবেন যে কোন গিগে কতটা অডার রানিং আছে, কতটা রিভিউ আছে,  কি কি ট্যাগ ব্যাবহার করা আছে ইত্যাদি।  এবার আপনার কাজ হবে যেসব গিগ গুলোতে বেশি অডার রানিং আছে সেগুলো এক এক করে নিউ ট্যাবে নিয়ে তাদের GIG Title,  Description and Package গুলো ভালো ভাবে পরিক্ষা করা।

Pro Tips: সার্চ করার পর গিগ ফিল্টার থেকে নিউ সেলার এন্ড লেভেল ওয়ান সেলার সিলেক্ট করে নিন তাহলে বুঝতে পারবেন কোন Speciality এর জন্য সেই গিগ গুলো Fiverr First Page Rank করেছে। 

ফাইবার গিগ অপটিমাইজেশন

ফাইবার গিগ রিসার্চ এর পরের ধাপ হলো নিজের জন্য একটা SEO Optimize Fiverr Gig তৈরি করা। গিগ রিসার্চের সময় যে গিগ গুলোতে বেশি বেশি অডার আছে তারা কি অফার করছে সেটা নোট করে নিন।  তাদের প্যাকেজের চেয়ে ভালো একটা প্যাকেজ তৈরি করতে হবে।  ভালো প্যাকেজ মানে তারা যা দিচ্ছে তার চেয়ে Extra কিছু সার্ভিস সমমুল্যে বা তারচেয়ে একটু কম মুল্যে অফার করা৷ 

এবার আসি আসল কথায়,  কোথায় কোথায় Keyword বসালে ফাইবার গিগ Rank করবে এটা অনেকেরই মনের প্রশ্ন।  আপনি যদি আপনার গিগ কে SEO Optimized করতে চান তাহলে এই ছয় যায়গায় আপনার Keyword রাখা উচিত :

  1. URL
  2. Title
  3. Description এর first Paragraph
  4. Package
  5. FAQ
  6. Image

মনে রাখবেন : Image SEO খুব গুরুত্বপূর্ণ,  এছাড়াও Keyword গুলোর অর্গানিক প্লেসমেন্ট করবেন৷  লক্ষ রাখবেন  Keyword বসাতে গিয়ে ব্যাক্যের অর্থ যেন পরিবর্তন হয়ে না যায়। 

ফাইবার গিগ মার্কেটিং

ফাইবার গিগ রিসার্চ এবং SEO Optimize গিগ ক্রিয়েশন হয়ে গেলে এখন ফাইবার গিগ মার্কেটিং করতে হবে।  অনেকেই দেখি Facebook এ Random শেয়ার শুরু করে যা মোটেই ঠিক না।  ভেবে দেখেন আপনার Facebook Friend list  বা Fiverr Gig Promotion Facebook Group এ বায়ার থাকবে? চান্স খুবই কম।  হয়তো আপনার কিছু বন্ধু ক্লিক করবে বা আপনার competitors রা ক্লিক করবে৷ কিন্তু তারা অডার করবে না৷ 

ভেবে দেখুন আপনি ক্লিক পাচ্ছেন বাট অডার পাচ্ছেন না৷  এটা আপনার কাছে সাভাবিক মনে হলেও ফাইবার Algorithm ভাবছে মানুষ আপনার গিগে ক্লিক করার পরও আপনাকে মেসেজ করছেনা বা অডার করছেনা তার মানে আপনার গিগ এর কোয়ালিটি ঠিক নাই বা মানুষ যেটা চাচ্ছে সেটা আপনার গিগের মধ্যে নাই। কয়েকদিন পরে আপনার গিগ ফাইবারের লাস্ট পেজে চলে যাবে। 

তাহলে এখন উপায় কি?  কোথায় ফাইবার গিগ মার্কেটিং করবো?  উপায় হচ্ছে আপনার যেখানে Potential Clients আছে সেখানে  গিগ মার্কেটিং করবেন৷ এটা একেক ক্যাটাগরির ক্ষেত্রে একেক জায়গা।  মনে করেন আপনি Shopify Related কোনো সার্ভিস দিচ্ছেন তাহলে আপনি Shopify Related Facebook Group, Blogs, LinkedIn Community তে শেয়ার করবেন৷ 

পরিশেষে :

পরিশ্রমের কোনো বিকল্প নাই৷  গিগ পাবলিশ করে কবে অডার আসবে সেটা ভেবে বসে থাকতে চলবেনা৷  নিয়মিত মার্কেটিং করতে হবে৷  যদি কোনো গিগ ভালো পারফরম্যান্স না করে তাহলে সেটাকে ইডিট করতে হবে।  অনেকে বলে গিগ ইডিট করলে নাকি Rank হারিয়ে যাবে,  মনে রাখবেন ইডিট করে যদি ভালে কিছু করেন তাহলে Rank আরো ভালে করবে আর যদি খারাপ করেন তাহলে Rank হারাবে।

যেহেতু খুব একটা বেশি সময় পাইনা লিখালিখি করার জন্য তাই অল্পকথায় যতটুকু সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করেছি৷  না বুঝতে পারলে কমেন্ট প্রশ্ন করতে পারেন আমি রিপ্লে করব ইনশাআল্লাহ। 

6 thoughts on “ফাইবারে কাজ পাচ্ছেন না? জেনে নিন ফাইবার গিগ রিসার্চ ও খুটিনাটি”

  1. Hi Neat post Theres an issue together with your web site in internet explorer may test this IE still is the marketplace chief and a good component of people will pass over your fantastic writing due to this problem

    Reply

Leave a Reply